জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম দৈনিক কালজয়ীকে জানান- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর পক্ষে চিফ অপারেটিং অফিসার জনাব নিরেশ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ উপলক্ষ্যে আজ ২৪ জানুয়ারি (সোমবার) ২০২২ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভবনে কক্ষে উক্ত সমঝোতা স্মারক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর হাতে চুক্তিপত্রটি তুলে দেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর এন্ড্রোক্রানোলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মাহমুদুল কবির। উক্ত চুক্তিতে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং এভারকেয়ারের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম জনাব বিনোদ সিং।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা, স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দিন, লিগ্যাল অ্যান্ড অ্যাস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার জনাব এস.এম. সাইফুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং এভারকেয়ারের পক্ষে কর্পোরেট রিলেশন্স ম্যানেজার জনাব রাম প্রসাদ সুশীল ও কর্পোরেট রিলেশন্স এক্সিকিউটিভ জনাব রিয়াজ রহমান।