‘‘পড়ছে ওমিক্রন। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারও হাতে নিয়েছে বিভিন্ন কার্যক্রম, জারি করেছে বিভিন্ন বিধিনিষেধ। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরা ব্যক্তিদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মাস্ক না পরে অবাধে চলাফেরা করায় দন্ডবিধি (২৬৯) ধারায় ৩০ জনকে ১ শত টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড করে নগদ আদায় পূর্বক ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”