করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণের জন্য খাদ্য সহায়তা নিয়ে ঘুরছে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল (শনিবার) দুপুরে ফেনী পৌরসভা প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এই কর্মসূচির সূচনা করেন। পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত মানুষদের মাঝে বিতরণ শেষে খাদ্যর প্যাকেট নিয়ে রাস্তায় নেমে পড়েন মেয়র। খুঁজে খুঁজে শহরের ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও ভ্যান চালক, রিকশা চালক, মুচি, খেটে খাওয়া মানুষসহ কর্মহীন অসহায় ভাসমান মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । প্রতিটি প্যাকেটে রয়েছে, ১৫ কেজি চাউল এক কেজি করে মশুরি ডাল, বুটের ডাল, লবণ, তেল ও লাচ্ছা সেমাই।
পৌর মেয়র স্বপন মিয়াজী জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, পৌরসভা পরিচালিত কমিশনার জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত পৌর নাগরিকদের মাঝে ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা চালু রয়েছে।