1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জটিল অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর হাসপাতাল
বাংলাদেশ । শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জটিল অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর হাসপাতাল

দেলোয়ার হোসেন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২৩৯ বার পড়েছে

এক প্রসূতি মায়ের অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মা ও নবজাত শিশু দু’জনেই সুস্থ্য থাকায় সফল অপারেশন হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে প্রথম বারের মতো ওই অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। নবজাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

অপারেশনে অংশগ্রহণ করেন, গাইনি কনসালট্যান্ট ডাঃ ফৌজিয়া আবুল ফয়েজ, এনেস্থিসিয়া কনসালট্যান্ট ডাঃ রেদোয়ান ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আফরোজা আক্তার, ডাঃ নাজনীন সুলতানা। নবজাতকের বাবা আক্তার হোসেন বলেন, আমার স্ত্রীর শারীরিক নানা সমস্যা ছিলো। জেলায় ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারদের কথা শুনে ভয় পেয়ে বাড়িতে চলে আসি। পাশের বাড়ীর একজনের পরামর্শে মুরাদনগর হাসপাতালে এনে আমার স্ত্রীকে ভর্তি করি। ভর্তি হওয়ার পর থেকেই বড় ডাক্তার (ডাঃ নাজমুল আলম) আমাদেরকে মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন এবং ডাক্তারদের সেবা ও কার্যক্রম দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তিনি বিনামূল্যে এই অপারেশ করেছেন। বর্তমানে মা ও ছেলে উভয়েই সুস্থ্য আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, পঞ্চাশ শয্যা এই হাসপাতালে আমি আসার পর থেকে একে একে সকল দিকের সমস্যা দূর করেছি। সর্বশেষ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুনের সার্বিক সহযোগীতায় অপারেশন থিয়েটারটি শুভ সূচনা করলাম। এখন থেকে মুরাদনগর হাসপাতাল সকল সেবা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD