কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২দশমিক ১%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৬জানুয়ারী বিকেল থেকে ১৭জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৪৬জন,লাকসাম ০৭জন,চৌদ্দগ্রাম ০১ জন,সদর দক্ষিণ ০২ জন,বুড়িচং ০২জন,বরুড়া ০১জন,মেঘনা ০১ জন,চান্দিনা ০১ জন,লালমাই ০১জন,মনোহরগন্জ ০১জন,আর্দশ সদর ০৪ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৭জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন।আজকের সুস্থ লাকসাম ১০ জন,কুমিল্লা সিটি ১০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ১০৪জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।