কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আবুল কালাম ওরফে কালা (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকায় র্যাবের একটি দল শনিবার রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
রবিবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের জানান, মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে রাজেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৯১ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ রাজেশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে আবুল কালাম ওরফে কালাকে নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কালা জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে রবিবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।