কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০দশমিক ৩%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৬টা ৫৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৪জানুয়ারী বিকেল থেকে ১৫জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ২৬৩জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ২১জন,লাকসাম ০১জন,হোমনা ০১জন,নাঙ্গলকোট০১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৫জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ০৮জন, হোমনা ০৫ জন,দাউদকান্দি ০৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ০৭৪জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।