1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নাঙ্গলকোটে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ, প্রতিবন্ধী পরিবারের মানবেতর জীবনযাপন
বাংলাদেশ । শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নাঙ্গলকোটে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ, প্রতিবন্ধী পরিবারের মানবেতর জীবনযাপন

মেহেদী হাসান ভূঁইয়া:
  • প্রকাশিত: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৫৩ বার পড়েছে

কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভার অর্শ্বদিয়া গ্রামে ওমর ফারুকের বসত ঘরের সামনে চলাচলের রাস্তা ও টিউবওয়েলের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিপাকে পড়েছে ফারুকের পরিবার। এ ঘটনায় ফারুকের স্ত্রী বাদী হয়ে শনিবার নাঙ্গলকোট থানার একটি অভিযোগ দাখিল করেন।

সরেজমিনে দেখা গেছ, ঐ গ্রামের পশ্চিম পাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে ওমর ফারুকের ক্রয়কৃত যায়গায় বসত ঘরের সামনে তারই আপন ভাই মুজিবুল হক মিন্টু ও চাচা দেলোয়ার হোসেন ৬ জানুয়ারি জোর পূর্বক টিনসেডের বেড়া নির্মাণ করে চলাচল বন্ধ করে দেয় এবং তাদের গৃহ কাজে ব্যবহৃত টিউবওয়েনের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে গত ৮ দিন ধরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বেকায়দায় পড়েছে পরিবারটি। এ পরিস্থিতি নিরসনের কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন ফারুকের পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত মজিবুল হক মিন্টু ও দেলোয়ার হোসেনকে বাড়িতে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক হোসেন বলেন, আমি এক্ষুনি রাস্তা খুলে দেয়ার ব্যবস্থা করছি। দ্রুত আলোচনা করে মিমাংসা করা হবে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার এ এস আই হারুন বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে ডেকেছি এবং মিমাংসা করার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD