কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজার ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন না করার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্টারের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশ থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমিটি গঠনে তালবাহানা করছেন। এনিয়ে শিক্ষার্থীদের তিন অভিভাবক আব্দুল ওহাব, আব্দুল মালেক ও নুরুন নবী মেম্বার মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্টারের ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ প্রদান করলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসেন কমিটি গঠনের কোন উদ্যোগ গ্রহণ করছেন না। বিধি মোতাবেক এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার ৮০দিন পূর্বে নিয়মিত কমিটি গঠনের জন্য খসড়া ভোটার তালিকা করার নির্দেশ থাকলেও এখনো ভোটার তালিকা প্রস্তুত করা হয়নি।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যে সময় কমিটি করার কথা ছিল তখন করোনা ভাইরাসের কারনে ভোটার তালিকা করা সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে কমিটি করা হবে। এ বিষেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন,একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে ।