লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়ায় ঢাকা এক্সপ্রেস নামক দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আরিফ হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুর মহাসড়কের রাখালিয়ায় ঢাকা থেকে রায়পুরগামী ঢাকা এক্সপ্রেস নামের বাসের ধাক্কায় এ মৃত্যুর ঘটনা ঘটে। আরিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
আজ সকালে কাস্টমারদের কাছ থেকে বকেয়া টাকা কালেকশান শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।বিষয়টি নিয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং ঘাতক বাসটি আটক করি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।