আসছে ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়ন যথাক্রমে ১ নং রাজাপুর, ২ নং বাকশীমূল, ৩ নং বুড়িচং সদর, ৪ নং ষোলনল, ৫ নং পীরযাত্রাপুর, ৬ নং ময়নামতি, ৭ নং মোকাম, ৮ নং ভারেল্লা উত্তর ও ৯ নং ভারেল্লা দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ আসছে ১২ জানুয়ারি ধার্য করা হলেও ইতোমধ্যে মনোনয়নপত্র ক্রয়ের লক্ষ্যে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। গতকাল ৪ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত সময়ে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬১ জন ও মেম্বার প্রার্থী পদে ২৭৪ জনসহ মোট ৩৭৩ জন তাদের মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আসছে ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ইতোধ্যে নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য বিধি মেনে জনগণের সমর্থণ পেতে বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন।
এরই অংশ হিসেবে বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন গতকাল সোমবার দলীয় নেতাকর্মীদের মনোনয়নপত্র ক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন মো. মনির হোসেন মুহুরী, যুবলীগ নেতা মো. কামাল হোসেন, মো. বাবুল হোসেন, জয়নাল আবেদীন মেম্বার, যুবলীগ নেতা সেন্টু হোসেন, ময়নাল হোসেন , মেম্বার প্রার্থী ওসমান আলী। এছাড়া, বুড়িচং উপজেলার ৯ নং ভারেল্লা (দক্ষিণ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোন্দ্রম গ্রামের মেম্বার পদপ্রার্থী উপজেলা যুবলীগ নেতা মো. জাকির হোসেন গতকাল সোমবার মনোনয়নপত্র ক্রয় করেন।
এদিকে, বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও উপজেলা যুবলীগ নেতা মো. জামাল উদ্দীন গতকাল সোমবার দলীয় নেতাকর্মীদের মনোনয়নপত্র ক্রয় করে এক ফটো সেশনে মিলিত হন। এছাড়া, ময়নামতি ৭,৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী রোকসানা আক্তার ও একই ইউনিয়নের একই পদে ১, ২ ৩ নং ওয়ার্ডের রোজিনা আক্তার বালি মনোনয়নপত্র ক্রয় করেন। এছাড়া, ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের সাদকপুর গ্রামের বর্তমান মেম্বার হাজী মো. জয়নাল আবেদীন মনোনয়নপত্র ক্রয় করেন। এদিকে, নির্বাচনকে সুন্দর ,অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।