1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দেশে গনতন্ত্র ও বাক স্বাধীনতা নাই-বিএনপি নেতা আজিজুল বারী হেলাল
বাংলাদেশ । শুক্রবার, ১৭ মে ২০২৪ ।। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
জামালগঞ্জে নদীর ওপর সেতু না থাকায় জনদুর্ভোগ চরমে!! মাছ মারতে যাওয়ার পথে জেলেরই মর্মান্তিক মৃত্যু!! স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশে গনতন্ত্র ও বাক স্বাধীনতা নাই-বিএনপি নেতা আজিজুল বারী হেলাল

জোবায়ের ফরাজী :
  • প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৩৬ বার পড়েছে

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে আজ গনতন্ত্র নাই, বাক স্বাধীনতা হরন করা হয়েছে এবং সর্বোপরি মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের মুনিগঞ্জে জেলা ছাত্র দলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, আজ বাগেরহাটের বিএনপি অফিস চত্বরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের প্রকাশ্য বাধায় পূর্ব-নির্ধারিত কর্মসুচি করতে না পেরে আমরা রাজপথে প্রতিবাদ সভা করছি। তাতেও পুলিশের বাধা। এখন আর বসে থাকলে হবে না।

রাজপথে আন্দোলন করে দাত ভাঙ্গা জবাব দিবে। রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা হলে, নেতাকর্মীদের পাল্টা আঘাত করার আহবান জানান তিনি। বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সোহান বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, কেন্দ্রিয় বিএনপি নেতা অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ধসঢ়;ফর রহমান আলম, বিএনপি সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী রবি, ছাত্রদলের কেন্দ্রিয় নেতা মোঃ আব্দুল করিম সরকার, আব্দুল আলীম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদীউজ্জামান হিরো, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।

প্রতিবাদ সভায় রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাবেক মোংলা পৌর মেয়র জুলফিকার আলী,কচুয়া উপজেলা বিএনপি সভাপতি হাজরা আসাদুল ইসরাম পান্না, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাবুদ্দৈালা জুয়েল, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা, যুবনেতা মনিরুলজামান মান্না,জসিম সরদার,ওমর আলী মুন্না,বাপ্পি আহম্মেদ বাবু,মহিতুল ইসলাম,হাবিবুল্লা ওহেদ হাবিব,মো: মুন্নাসহ জেলা, উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি। কিন্তু পুলিশি বাঁধায় সমাবেশ করতে পারেনি তারা। যার ফলে দুপুরে মুনিগঞ্জ এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD