মহামারি করোনা প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে দেশ ব্যাপী স্কুল, কলেজে ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ভ্যাক্সিণ প্রদানের অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিক ভ্যাক্সিণ গ্রহণ করে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। বিষয় টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু। তিনি এও জানিয়েছেন মঙ্গলবার পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং বুধ কংশনগর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়ছেন এবং তারা ঝুঁকি মুক্ত আছেন।
তিনি জানান শিক্ষার্থীদের ভ্যাক্সিণ গ্রহণে সাবধানতা অবলম্বণ জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্রে জানা যায়- অজো পাড়া থেকে ভ্যাক্সিন নিতে আসা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জুতা পায়ে প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও সেখানে গিয়ে অবাধ গণগড়া সেলফি তুলছেন। তথ্য প্রযুক্তির এ যুগে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষকগণ বাধা নিষেধ প্রদান করলে ও কেউ নিয়ম নীতির তোয়াক্কা করা হচ্ছে না। এছাড়া, করোনা ভ্যাক্সিন নিতে আসা শিক্ষার্থীরা ও অসাবধানতা বশত একাধিক ভ্যাক্সিন গ্রহণ করার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের ব্যাপক কড়া।