1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চৌদ্দগ্রামের ১০ ইউনিয়নে নৌকার বিজয়
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামের ১০ ইউনিয়নে নৌকার বিজয়

নুরুল আলম আবির:
  • প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে। ১২ ইউনিয়নে অনুষ্ঠানে নির্বাচনে বাকী ২ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করে। ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের মত চৌদ্দগ্রামে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, চৌদ্দগ্রাম উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত দুইজন চেয়ারম্যান সহ মোট দশজন এবং স্বতন্ত্র দু’জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

চৌদ্দগ্রামে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী ১০ চেয়ারম্যান হলেন- ১নং কাশিনগর ইউনিয়নে মো: মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে প্রভাষক নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৪নং শ্রীপুরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শাহজালাল মজুমদার, ৫নং শুভপুরে আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদার, ৬নং ঘোলপাশায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ কে খোকন, ৮নং মুন্সীরহাটে মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে জাফর ইকবাল, ১০নং বাতিসায় কাজী ফখরুল আলম ফরহাদ এবং ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে হাজী মোঃ জানে আলম ভূঁইয়া। ২ জন স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান হলেন— উপজেলার ১১নং চিওড়া ইউনিয়নে আবু তাহের ও ১২নং গুনবতী ইউনিয়নে মোস্তফা কামাল।

১২টি ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো চৌদ্দগ্রামে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল ইউপিতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD