চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪শে ডিসেম্বর) সকাল ১০টার দিকে সীমান্তের ৭৮নং মেইন পিলার হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন রামনগর গ্রামের ঈদগাহ মাঠ হতে মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণের উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়৷ জব্দকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্ত বাড়াদী বিওপি’র নায়েক জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দর্শনা থানাধীন রামনগর গ্রামের ঈদগাহ মাঠে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বার ট্রেজারিতে জমা করা এবং মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে