বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সিআরবি শিরীষতলার মুক্তমঞ্চে দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে উদ্যাপিত হয়। উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় কথামালায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক। উৎসবের দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, প্রাত্তন সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল, কলামিস্ট ড মাসুম চৌধুরী। উৎসবের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, আইডিইবির চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, অর্থ সম্পাদক এস এম সেলিম, সহ সভাপতি হাসমত আলী, সম্পাদক মন্ডলীর সদস্য শুভাশীষ দাশ শুভ, এস এম মাহফুজুর রহমান, ঝুলেন বড়ুয়া, সমীর বড়ুয়া, আকবর খান, রবিউল হোসেন, টিটু বড়ুয়া, জাফর ইকবাল জনি, হারুনুর রশিদ নোবেল, ওয়াহিদা চৌধুরী পিংকি, মাইকেল দাশ, শুভ্র চৌধুরী, সাইফুল ইসলাম রুবেল, ইমন রশিদ সাইদ, মোঃ টুটুল, মোঃ হারুন, মোঃ কায়সার ইসলাম, হানিফ হোসেন, মোঃ রাসেল প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। এমন বীরত্ব ও আত্মত্যাগের দৃষ্টান্ত জাতি হিসেবে বাঙালির ইতিহাসে আর মিলবে না।
তাই এ আমাদের ইতিহাসের গৌরবময় সোনালি অধ্যায়। এর মর্যাদা ও স্থান আলাদা, সর্বোচ্চ। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা বিরোধী অপশক্তিদের রুখে দিয়ে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা হোক আমাদের দীপ্ত অঙ্গীকার।