কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খাঁন এম.পি। এসময় তিনি বলেন আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পুর্ন করতে হবে। সারাদেশে একশটির বেশি মডেল মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে। সেই সুবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলছে ধীরগতিতে।
ইতিমধ্যে তিন তালা বিশিষ্ট মসজিদের প্রথম তালার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে মডেল মসজিটির কাজ সম্পূর্ণ করার জন্য নিদেশ দেয়া হয়। গতকাল শনিবার ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খাঁন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজি পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, অর্থমন্ত্রী সকল মসজিদের বাজেট দিয়েছেন কিন্তু আমরা উনার এলাকার মসজিদের কাজ এখনও সম্পুর্ন করতে পারিনি।
পরে প্রতিমন্ত্রী নাঙ্গলকোট হাজী বাদশা আমেনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিকিৎসা ক্ষাতে ব্যাপক উন্নয়ন করছেন। এখন তিনি হোমিওপ্যাথি চিকিৎসার দিকেও নজর দিয়েছেন। সময়ের সাথে হোমিওপ্যাথি চিকিৎসাও এগিয়ে যাবে।
এতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম র্সাকেল এসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, ওমান আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ওসি ফারুক হোসেন, হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ
মোতালেব প্রমূখ।