কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দৌলখাঁড় বাজারের দক্ষিণ মাথায় বাবার বিক্রি করা জমিতে ছেলে মালিকানা দাবী করে দখলের চেষ্টার অভিযোগ। স্থানীয় সূত্রে জানায়,দৌলখাঁড় বাজারের দৌলখাঁড় মৌজার ৪৮৫ হাল ১৩৪৮ দাগের ৭.৫ শতক জমি ১৯৮৫ সালে দৌলখাঁড় গ্রামের আব্দুল মতিন থেকে আইট পাড়া গ্রামের সিরাজুল ইসলাম ক্রয় করেন। সেখানে কিছু অংশ জমি খালি রেখে ভবন নির্মাণ করেন।
এ জমিটি সিরাজুল ইসলামের নামে বিএস খতিয়ান ভূক্ত হয়। উত্তর অংশে খালি জমিতে একচালা টিনসেড ঘর নির্মাণ করেন। দীর্ঘ ৩৫ বছর পর আব্দুল মতিনের ছেলে হোসাইন শুক্কুর আলী জমির মালিকানা দাবী করে টিনসেড ঘরটি দখলে নেওয়ার জন্য পায়তারা করতেছে বলে মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন আবদুল মতিনের বিরুদ্ধে ।
এই বিষয়ে অভিযুক্ত হোসাইন শুক্কুর আলীকে বাড়ীতে পাওয়া যায়নি এবং মোঠো ফোনে বার বার চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার ওসি মোঃ ফারুক হোসেন বলেন,এখন পর্যন্ত আমি অভিযোগ পাই নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।