অবশেষে দেশে ফিরেছে আলোচিত সদ্য মন্ত্রীত্ব পদ হারানো ডা. মুরাদ হাসান। কানাডা ও দুবাই কোথাও ঢুকতে না পেরে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন তিনি। আজ রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে করে হযরত শাহ জালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।
এর আগে, রবিবার সকাল ৮টার একটি ফ্লাইটে মুরাদ হাসানের দেশে ফিরার কথা থাকলেও সেটি ব্যর্থ হয়। সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টা করেছিলেন ডা. মুরাদ। কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার। তাই শেষমেশ দেশেই ফিরতে হল তাকে। এর গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে বহিস্কৃত হন মুরাদ হাসান। এরপর ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।