কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর মিথিলা পুর গ্রামে বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। এঘটনায় বুড়িচং থানায় শুক্রবার রাতে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং শনিবার সকালে থানা পুলিশ আটক মাদক ব্যবসায়ীদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান শুক্রবার দুপুরে বুড়িচং থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ শরীফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মিথিলা পুর গ্রামে অভিযান চালায় পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারেন মিথিলাপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ির পাশের বাঁশ ঝাড়ের নিচে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করে। এসময় এস আই শরীফুর রহমানের নেতৃত্বে এ এস আই আব্দুল্লাহ, এ এস আই জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে একটি বড় গাঁজার বস্তা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর মহিষ মারা গ্রামের হাজী ফরিদ মিয়ার দুই ছেলে মোঃ শাহীন (৩৮) ও মোঃ রমজান (২২)। পলাতক মাদক ব্যবসায়ীরা হল উপজেলার ষোলনল ইউনিয়ন এর গাজীপুর গ্রামের ফয়সাল পিতা অজ্ঞাত, একই এলাকার খাড়াতাইয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আরাফাত হোসেন হৃদয় প্রকাশ বাদশা (১৮)। শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশ পলাতক দুই এবং আটক দুই আসামী সহ ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আটক আসামীদের কে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন ।