1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
পানিশ্বর থেকে ফিরে সরাইল- টিঘর রাস্তার চরম দুর্ভোগ
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পানিশ্বর থেকে ফিরে সরাইল- টিঘর রাস্তার চরম দুর্ভোগ

তসলিম উদ্দিন
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৭৮ বার পড়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল- টিঘর রাস্তা উপজেলার বিকাল বাজার হতে টিঘর চৌরাস্তা মোড় পযর্ন্ত আরিফাইল অংশ  ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ হচ্ছে। রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারে নজর দিবে এমন প্রত্যাশায় ভুক্তভোগী এলাকাবাসীর।

গতকাল বিকালে মনু মিয়া’র স্ত্রী সাফিয়া বেগম তার ভাষায় বলেন, কয়েক দিন আগে অটোতে রিকশায় বাড়ি থিক্যা সরাইল যাইতেছিলাম। হঠাৎ তা উল্টিয়া পড়ে। আমিসহ কয়জন ব্যথাও পাইছিলাম। হের পর থিক্যা খুব দরকার না অইলে আর অটোতে উঠি না।সরেজমিনে দেখা গেছে, সরাইল সদর বিকাল থেকে চুন্টা চৌরাস্তা পর্যন্ত সড়কজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলছে, অটোরিকশা   সিএনজি, মাইক্রোগাড়ি, ভ্যান গাড়ি,ইট ও মাটি বোঝাই ভারী ট্রাক। কিছু স্থানে দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক।স্থানীয় লোকজন বলছেন, সড়কটি দিয়ে দুই ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। সরাইল উপজেলার সাথে যোগাযোগের একমাত্র  রাস্তাটি এ অঞ্চলের মানুষের। সড়কটির দুরবস্থার কারণে এখন সবাই বিপাকে পড়ছেন। ব্যবসায়ী সফর বলেন, ‘রাস্তা দিয়্যা গড়ে প্রতিদিন কমপক্ষে শ’শত  গাড়ি চলে। এর মধ্যে  ইটের গাড়ি আর মাটির গাড়ি আছে। দিন-র‌্যাতে ধুলার কারণে দোকান থাকা কষ্ট অয়্যা যায়।

মাল মুইছা সারতে পারি না। আমরা খুবই কষ্টে আছি।এ ব্যপারে সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা.নিলুফা ইয়াসমিন (১৯ নভেম্বর) সন্ধ্যায় জানান,উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট রাস্তার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত রাস্তা কাজের টেন্ডার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD