1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
পুলিশের ফেইসবুকে স্ট্যাটাস নিখোঁজ শিশুকে খুঁজে পেলো মা
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশের ফেইসবুকে স্ট্যাটাস নিখোঁজ শিশুকে খুঁজে পেলো মা

নজরুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪২ বার পড়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার পর নিখোঁজ প্রতিবন্ধি শিশু মায়া (৯)কে খুঁজে পেলো তার মা নাজমা বেগম। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে থানা পুলিশ মায়ের কাছে নিখোঁজ ওই শিশুকে ফিরিয়ে দেন। পুলিশের মানবিক এ ধরনের উদ্যেগকে ধন্যবাদ দিয়েছেন স্থানীয়রা। শিশু মায়া ঢাকার খিলক্ষেত থানার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রব রাড়ির মেয়ে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গত (১৫ নভেম্বর) সোমবার রাত ১১টার দিকে তিনিসহ পুলিশের একটি দল পুর্বাচল উপশহর এলাকায় টহল দিচ্ছিলেন। উপশহরের ১০নং সেক্টরের জয়বাংলা চত্বর এলাকায় ৯ বছর বয়সের প্রতিবন্ধি শিশু মায়া কাঁদতে ছিলো। এসময় এএসআই সাইফুল ইসলাম শিশুটিকে ডেকে এনে দেখতে পান বাকপ্রতিবন্ধি। কথা বলতে পারছেনা। পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এর নির্দেশে ওই এএসআই তার নিজস্ব ফেইসবুকে শিশুটির ছবি দিয়ে নিখোঁজের একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেয়ার পর (১৬ নভেম্বর) মঙ্গলবার সকালে ফেইসবুকে নিখোঁজের স্ট্যাটাস দেখে রূপগঞ্জ থানা পুলিশের সঙ্গে মা নাজমা বেগম যোগাযোগ করেন। পরে দুপুরে এসে শিশু মায়াকে বুঝে নেন।

শিশুর মা নাজমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার প্রতিবন্ধি মেয়েটি কিভাবে এখানে আসলো কিছুই বুঝতে পারছিনা। পুলিশের সৎ উদ্দেশ্যের কারনে আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। এ জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, এটা আমার দায়িত্ব। তবে, ১২ ঘন্টা মায়া আমাদের কাছে ছিলো। ততক্ষনে আমাদের মায়ার প্রতি মায়া বয়ে গেছে। মায়াকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে অনেক আনন্দ পাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD