1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চৌদ্দগ্রামের ৮ ইউনিয়নে আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামের ৮ ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

নুরুল আলম আবির:
  • প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়েছে

কুমিল্লাার চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচনের ঝড়ো হাওয়া বইছে। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর থেকে এ হাওয়া বইতে শুরু করে জোরেশোরে। এধাপের আওতায় পড়েছে চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউনিয়ন। তফসিল ঘোষণার আগে থেকেই প্রার্থীরা নিজ নিজ অবস্থানে জনসংযোগ শুরু করেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদনের ঘোষণার পর ১২ ইউনিয়নে ১৪৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১৩ নভেম্বর, ২০২১) ৮ ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় স্ব স্ব প্রার্থীর পক্ষে জনপ্রিয়তা ও জনসমর্থন যাচাই করছে উপজেলা আওয়ামী লীগ।

এসকল বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভুঁইয়া হাসানের নেতৃত্বে শ্রীপুর ও উজীরপুর ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের নেতৃত্বে শুভপুর ও ঘোলপাশা ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরুর নেতৃত্বে মুন্সীরহাট ও চিওড়া ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহারের নেতৃত্বে জনকাপৈত ও বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউপি’র ১১৪জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছে। এসব প্রার্থীদের থেকে ১২ ইউপিতে ১২ জন প্রার্থী মনোনীত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসকল বর্ধিত সভায় প্রার্থী বাছাইয়ে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতামত নেয়া হচ্ছে। এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য এবং সাংগঠনিকভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রার্থীদের মনোনয়ন দিতে তৃণমূলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD