1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
অতিরিক্ত ভাড়া আদায়রোধে সিএমপি ও বিআরটিএ'র উদ্যোগে গণপরিবহনে স্টিকার
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অতিরিক্ত ভাড়া আদায়রোধে সিএমপি ও বিআরটিএ’র উদ্যোগে গণপরিবহনে স্টিকার

তানভীর আহমেদ
  • প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার পড়েছে

ডিজেলের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি ও ডিজেল চালিত বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোটেম্পু, মাহিন্দ্রা ও ম্যাক্সিমাসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। কিছু কিছু গণপরিবহন যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমত ভাড়া আদায় করছে। ভাড়া বৈষম্য নিরসনকল্পে আজ ১৩ নভেম্বর ২০২১ ইংরেজি শনিবার সকাল ১১টায় পরিবহন সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে ডিজেল এবং সিএনজি চালিত পরিবহণে পৃথক স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগানোর কাজ শুরু করেছে।

আজ ১৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর ষোলশহরস্থ ২নং গেইটে দাঁড়িয়ে ডিজেল চালিত গণপরিবহনে লাল ও সিএনজি চালিত গণপরিবহণে সবুজ স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন-উত্তর) মোঃ সেলিমুর রহমান, সার্জেন্ট আরাফাত আহম্মেদ, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান ও বিআরটিএ’র পরিদর্শক মোঃ ফাহাদ সিকদার।

আজ ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর টাইগারপাস মোড়ে ডিজেল চালিত গণপরিবহনে লাল ও সিএনজি চালিত গণপরিবহণে সবুজ স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ শরীফুল ইসলাম ও টিআই (প্রশাসন-দক্ষিণ) অনিল চাকমা।

এদিকে আজ ১৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ডিজেল চালিত গণপরিবহনে লাল ও সিএনজি চালিত গণপরিবহণে সবুজ স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ট্রাফিক-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক আহম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সামীম কবীর, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মোঃ আরিফ হোসেন, টিআই (প্রশাসন-পশ্চিম) বিপ্লব কুমার পাল ও সার্জেন্ট পুলক দেব।

আজ ১৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর কাস্টমস মোড়ে ডিজেল চালিত গণপরিবহনে লাল ও সিএনজি চালিত গণপরিবহণে সবুজ স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছত্রধর ত্রিপুরা। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ মিজানুর রহমান ও টিআই (প্রশাসন-বন্দর) মোঃ রেজাউল করিম রেজাসহ বিআরটিএ’র কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD