বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।আজ রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্ধোধন করতে আসছি।বিগত দিনে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন উদ্ধোধন করেছি।আমাদের নেত্রী সব সময় চিন্তা করে জাতিকে কিভাবে শিক্ষিত করে তুলা যায়।তিনি আরো বলেন,এই যে ছাত্রীদের লাল সবুজের ড্রেস এটা আমাদের সবার প্রিয় পোশাক।
ধন্যবাদ জানাই সামাদ স্যার এই পোষাক নির্বাচন করা জন্য।এই লাল সবুজের পতাকার জন্য আমরা পাকিস্তানী বাহিনির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম।আজ আমাদের নেত্রী পর্দা করে বিভিন্ন দেশে সফর করতেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আগামী দিনে ভাল ভাল প্রতিষ্ঠানে গিয়ে কাজ করবে।মহিলা হলে যে কাজ করতে পারবেনা এটা কোন কথা নয়।
আমি দেখেছি রানীগঞ্জ কলেজ দুটি ট্রিন সেট ঘর নিয়ে যাত্রা শুরু করেছিল।আজ তারাও ভবন পেয়েছে।উপজেলা জুড়ে শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।আগামী দিনেও কাজ করে যাব।সোমবার (৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্ধোধননের পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকমল হোসেন,সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রফিকুল ইসাম আকন্দ।এ সময় উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা,কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার খানেক জনসাধারন উপস্থিত ছিলেন।আলোচনা সভার পূর্বে নবনির্মিত ভবনে ফিতা কেটে উদ্ধোধন করেন পরিকল্পনা মন্ত্রী।