বরিশালের বানারীপাড়ায় সরকারী জায়গায় অবৈধ ভাবে নির্মান করা তিনটি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।গতকাল শনিবার সকাল থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইসলাম রিক্তা।
এ সময় পুলিশের অফিসার-ইন-চার্জ (তদন্ত) মোঃ জাফর আহম্মদ পুলিশ ফোর্সের নেতৃত্ব দেন।বানারীপাড়া ফেরী ঘাটের নতুন চর জেগে উঠা জমিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা তিনটি আধাপাকা ভিটি স্থাপন করেন এবং ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি ওই স্থানে বানারীপাড়ার উত্তরপারের সাথে ৯০ মিটার দীর্ঘ সেতু স্থাপনের প্রস্তাবনা টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।সেখানে ওই ভিটি প্রতিবন্ধক হওয়ায় প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়।ক্ষতিগ্রস্ত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা জানান,তিনি ওই স্থান ভূমি অফিস থেকে ইজারা নিয়েছেন।যার মেয়াদ ২০ নভেম্বর পর্যন্ত রয়েছে।
এ ব্যপারে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান,যে তিনটি ভিটি ভাঙ্গা হয়েছে তা সরকারী সম্পত্তি।ওই জায়গা বা দাগে সরকার থেকে কাউকে ইজারা কিংবা লীজ দেয়া হয়নি।তাই সরকারের উন্নয়নের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এছাড়া যারা সেতুর নামে নদীর দু’পারে ইতিমধ্যে খুটা দিয়ে বালু ভরাট করছিল তাও বন্ধ করা হয়েছে।তিনি জানান এখন পযন্ত সেতু স্থাপনের অনুমোদন হয়নি।