ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। এতে সাধারণ মানুষ পড়েছেন অসহনীয় দুর্ভোগে।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায়, মহাসরকে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাক্কার যানবাহন সিএনজি, ব্যাটারিচালিত রিক্স, সরকারি সংস্থার বিআরটিসি বাস কিছু সংখ্যক মিনি ট্রাক এবং জরুরী ঔষধ সরবরাহের যানবাহন গুলি।
দেবিদ্বার নিউমার্কেট চত্বর এলাকায় সিএনজির জন্য অপেক্ষা করা আমেনা খাতুন কে জিজ্ঞাসা করলে তিনি জানান অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি সিএনজির জন্যে এতো সিএনজির থাকার শর্তেও সিট পাইনি, অবশেষে ১৫ টাকা ভাড়া বেশি দিয়ে কুমিল্লার ক্যান্টনমেন্ট যাওয়া লাগবে, ঐ সময় এমন অনেক পথচারী গন্তব্যে পৌছাতে অপেক্ষা করতে দেখা গিয়েছে।
এক সিএনজি চালকের কাছে জানতে চাইলে তিনি জানান গতকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায়, রাস্তায় অনেক যাত্রী এত সিএনজি থাকার পরেও আমরা যাত্রীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি।