চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার কাম ড্রাইভার মোঃ রফিকুল ইসলামের দুঃসাহসিক ড্রাইভিংয়ে কুমিল্লার গোমতী নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।যার আপ্রান চেষ্টায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানাযায় গত ১৩ অক্টোবর বুধবার রাত ৭টার সময় কুমিল্লা দেবীদ্বার জাফরগঞ্জ সগুয়া নামক স্থানে গোমতী নদীতে অপর এক নৌকার ধাকায় মোঃ আকতার হোসেন (৩৩) পানিতে পড়ে যায়।এমন দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে অনেক তল্লাশি করেও নদীতে পড়া যাওয়া নিখোঁজ আক্তারকে খুঁজে পায়নি।
পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।এমন দুর্ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশন লিডার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার কাম ড্রাইভার,মো. রফিকুল ইসলাম সর্তকতার সাথে অনেক দ্রুত গতিতে গাড়ী চালিয়ে ডুবুরি দলসহ দূর্ঘটনাস্থলে ছুটে যান।
সেখানে গিয়ে সে তার সহকর্মীরা সহ উদ্ধার কাজ শুরু করেন।ফাইটার কাম ড্রাইভার মো. রফিকুল ইসলাম ও ডুবুরী নুরুল ইসলাম,তারা দু,জন প্রায় ২ঘন্টা পানিতে তল্লাশি চালিয়ে ডুবে যাওয়া আক্তারের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।তার এই দুঃসাহসিক কাজে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সকলের কাছে সে ব্যাপক প্রশংসিত হয়।
উল্লেখ্য চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের ফাইটার কাম ড্রাইভার মো. রফিকুল ইসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ পাড়া এলকার কৃতি সন্তান।সে দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সাথে ফায়ার সার্ভিসে চাকরি করে চলেছেন।তার এমন দুঃসাহসিক ও প্রসংসিত কাজের ধারা অব্যাহত রাখতে সে সকল আত্মীয় স্বজনসহ সহকর্মীদের দোয়া এবং সহযোগিতা কামনা করছেন।