রতন মাহমুদ: নৌকার প্রার্থী ওয়াজেদ আলী বিপুল ভোটের ব্যাবধানে নৌকার পাল তুলে নির্বাচিত হয়েছেন ৩০ জানুয়ারী পাংশা পৌরসভা নির্বাচনে। ভোট গ্রহন পরবর্তি গননা শেষে পাংশা উপজেলা পরিষদ হল রুমে শনিবার জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান কর্তৃক ঘোষীত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী ওয়াজেদ আলী (নৌকা মার্কা) ১১১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪২৪৩ ভোট পেয়ে ২য় অবস্থানে রয়েছেন সতন্ত্র মেয়র প্রার্থী (জগ মার্কা) ফজলুল হক ফরহাদ। এবং বিএনপি মনোনিত মেয়র প্রার্থী রইস উদ্দিন (ধানের শীষ মার্কা) ১৮৫৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এছাড়াও ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে ছোরাপ মন্ডল (পানির বোতল) ১২৪৭ ভোট। ২ নং ওয়ার্ডে মোতালেব মোল্লা (ডালিম) ৫৯৯ ভোট। ৩ নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন খান (উট পাখি) ৬০৮ ভোট। ৪ নং ওয়ার্ডে গোবিন্দ চন্দ্র কুন্ডু (ব্রীজ) ৫০৪ ভোট। ৫ নং ওয়ার্ডে তাজুল ইসলাম (উট পাখি) ১৩৪১ ভোট। ৬ নং ওয়ার্ডে বাদশা মন্ডল (পাঞ্জাবী) ১০৮৫ ভোট। ৭ নং ওয়ার্ডে খন্দকার মাজবুব হোসেন রিপন (উট পাখি) ৯৮৪ ভোট। ৮ নং ওয়ার্ডে অদুদ সরদার অতুর (ডালিম) ১৩৮৯ ভোট। ৯ নং ওয়ার্ডে চাঁদ আলী সরদার (পানির বোতল) ১০৮২ ভোট। এবং সংরক্ষিত আসনে ১ ২ ও ৩ নং ওয়ার্ডে লাইলী বেগম (আনারশ মার্কা) ২১৩৩ ভোট। ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডে জেসমিন আক্তার (চশমা মার্কা) ২৩০২ ভোট। ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে শেফালী বেগম (চশমা মার্কা) ৩৩৪৫ ভোট নির্বাচিত হয়েছেন।
আইন শৃংক্ষলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যাবস্থায় ৩০ জানুয়ারী (শনিবার) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে এ ভোট গ্রহন। ভোটাদের মধ্যে অনেকেই বলেন, আমরা ভাবতেই পারিনি যে নির্বাচনের মাঠে এমন সু-শৃংক্ষল পরিবেশ বজায় থাকবে এবং একটি অবাধ ও সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশনকে। পৌরবাসী আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা আনন্দিত।