কালজয়ী রিপোর্ট: ২৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা জজ কোটের্র ১৩ জনকে অতিরিক্ত পিপি এবং কিছু সংখ্যক এপিপি নিয়োগ দেয়া হয়। এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এক সময়ের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কুমিল্লা জেলা যুবলীগ নেতা এডভোকেট জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। তিনি বলেন রাষ্ট্র পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যাতে আমার উপর অর্পিত কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
