ষ্টাফ রিপোর্টার: নগরীর চৌয়ারার ধনপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের হাতে জিল্লুর রহমান জিলানীকে নির্মম ও নৃশসংভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সোমবার সকালে ধনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্রাঙ্ক রোড এর উপর নিহতের পরিবারের সদস্যদের নিয়ে নগরীর ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালনসহ বিক্ষোভ মিছিল করেন ।
স্থানীয় সুত্রে জানা যায়, নগরীর চৌয়ারা ধনপুর এলাকায় গত ১১ নভেম্বর সকাল ৭ টায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে স্ত্রীসহ সন্তানকে এগিয়ে দিতে এসে ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্রাঙ্করোড’এ অবস্থান করার সময় মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছিল।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১০ টায় ধনপুর এলাকায় সড়কের উপর নগরীর ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের লোকজনসহ নিহতের পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করে। ২ ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে এসময় খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে নিহতের মা ফেরদৌস আরা বেগম,স্ত্রী জাহানারা বেগম,ভাই ইমরান চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন অহিদুর রহমান , হাসান বাবর (বাবু),জাহাঙ্গীর,জাকির হোসেন,আব্দুল খালেক,ইমাম আব্দুল হাই,আবুল কালাম মিন্টু,মফিজুল ইসলাম মজুমদার, মমিনুল ইসলাম চৌধুরী, সমাজসেবক আমিনুল ইসলাম, মহিবুর রহমান তপন, আবু তাহের চৌধুরী, রফিকুল ইসলাম মজুমদার, প্রমূখ। এতে নিহতের ৩ সন্তান রায়হান, রেদোয়ান ও রাফসান ছাড়াও এলাকার কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।

দু’ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বেলা ১২ টায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরাতন ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ করে ধনপুর এলাকায় এসে শেষ হয়। নিহত জিলানী চৌয়ারা ধনপুর গ্রামের মোখলেছুর রহমান চৌধুরী মাষ্টারের ছেলে। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড থেকে বিগত সময়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।মানববন্ধন শেষে তার পরিবারের সদস্যরা হত্যাকান্ডের স্থানে গেলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।