হাবিবুর রহমান: ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নড়াইলের কালিয়ায় ডাকবাংলা চত্বরে ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলার প্রতিটি মসজিদ মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ বিপুল পরিমান সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা এ সমাবেশে অংশ নেন। বিভিন্ন বক্তারা বলেন আমাদের নবী কে নিয়ে এর আগেও যারা ব্যঙ্গচিএ করেছিল ফেরাউন নমরুধ তারা কেউ দুনিয়ায় বাচতে পারে নাই আল্লাহ তালা দুনিয়ায় তাদের শাস্তি দিয়েছে ওর অবস্তা হবে তাই আমাদের সবার করনিয় ওদের পন্য বেচা বা কেনা যাবে না।
সোমবার (০২ নভেম্বর) ১১ টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা চত্বরে এসে বিশাল সমাবেশে রূপ নেয়। এসময় মহানবী (সাঃ) এর ভালোবাসার স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। উপস্থিত জনসমাবেশে বক্তারা বলেন , আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান।
মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহীদুল্লাহ, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান হীরা, মাওলানা হাসমত উল্লাহ, হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম, মুফতি আবদুল হালিম সাহেব , আবুল কালাম আজাদ, মাওলানা আবুজর গিফারী, মাওলানা আবু বকর, মাওলানা আলী হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মফিজুর রহমান প্রমুখ। বক্তারা আরো বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না।