হালিম সৈকত: ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে সারা দিনব্যাপী কুমিল্লার গৌরীপুর টু হোমনা সড়কের তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে মজিদপুর, একলারামপুর ও সাহাবৃদ্দি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানীর উর্ধতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন। বাখরাবাদ গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির অফিসের উপ ব্যবস্থাপক সেপটি সিকিউরিটি মোঃ শাহানুর আলম বলেন,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ সংযোগের কারণে রাষ্ট্রের অনেক ক্ষতি হচ্ছে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
এ সময় অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ, র্যাবসহ বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টবিউশন কোম্পানির কর্মকর্তাগণ ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ের জনি রায়। তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। ‘দিনব্যাপী অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকার এক হাজার বাসা বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত লোহার পাইপ, রাইজার ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।প্রতিটি অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে কারা কারা জড়িত জানতে চাইলে,নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অবৈধ গ্যাস সংযোগের পিছনে কারা জড়িত আছে। অবৈধ গ্যাস সংযোগকারী গ্রাহকদের সঙ্গে কথা বলতে চাইলে, কেউ কথা বলতে রাজি হয়নি এবং কারা এই অবৈধ সংযোগ দিয়েছে বলতে রাজি হয়নি। আজকের অভিযানের ঘটনায় কোনো মামলা বা কাউকে জরিমানা করা হয়নি।