সোহাগ হোসেন : পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ সেপ্টম্বর) বিকেলে উপজেলার সকারি জনতা কলেজ মসজিদে বাদ আছর সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি সভাপতি মো: খালিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি মো: আবু হানিফ খান, মো: জসিম উদ্দিন হাওলাদার, মো: তারিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো: ফারুক হাওলাদার, মতিউর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আমির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মো: খলিলুর রহমানসহ বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া-মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।