মো: সাজ্জাত হোসেন: গাজীপুর জেলার দত্তপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার দত্তপাড়া, টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে, বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতরত অবস্থায় পাওয়ায় এবং বিএসটিআই’এর সনদ ও অনুমোদন না থাকলেও বিএসটিআই’এর লোগো ব্যবহার করার অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯” এর ৪৪ ধারায়, ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ। এ সময় গাজীপুর জেলা বাজার কর্মকর্তা এবং মেট্রোপলিটনপুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।