কালজয়ী ডেস্ক : সমালোচনার গণ্ডি থেকে যেন কোনোভাবেই বের হতে পারছেন না আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত বছরের শেষের দিকে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফাঁস হওয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে শোবিজপাড়ায় ।চলচ্চিত্র নির্মাতা ভারতীয় নাগরিক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের বিষয়টি নিয়েও চলে বেশ আলোচনা-সমালোচনা। এর আগে অভিনেতা-কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়েও খবরের শিরোনাম হয়েছিলেন , কিন্তু সব কিছুতেই বিকারহীন মিথিলা।এবার সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ‘ব্লাউজবিহীন’ শাড়ির ছবি শেয়ার করে ফের সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
ছবিটির ক্যাপশনে তিনি আবার লিখেছেন জীবনানন্দ দাশের কবিতার কয়েক লাইন।পোস্টটিতে মিথিলা লিখেন- ‘সব পাখি ঘরে আসে- সব নদী ফুরায় এ-জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’ছবিতে ইতিমধ্যেই লাইক পড়েছে ৪৮ হাজার আর মন্তব্য করেছে ৪ হাজার ৮০০ জন। মিথিলার এই ছবি নিয়ে ইতিবাচকের তুলনায় নেতিবাচক মন্তব্য করার তালিকাটা বেশ লম্বা। বিতর্ককে পিছু ফেলে কতদূর যেতে পারেন মিথিলা তা দেখার প্রত্যাশায় তার ভক্ত ও সমালোচকরা ।