উজ্জ্বল কুমার দাস :আজ কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন থেকে মঘিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র সহ এ উপজেলার ৫ টি ইউনিয়নে অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কচুয়া উপজেলায় কাজ করা এআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানামুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় করোনা কালিন অবস্থা মোকাবিলায় কমিউনিটি ক্লিনিক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্র গুলোতে এসকল সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।এর ফলে চিকিৎসক ও অন্যান্য কর্মীবৃন্দ নিজেকে সুরক্ষিত রেখে জনগণকে নিরাপদে চিকিৎসাসেবা দিতে পারবেন। এ বিষয়ে মঘিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারি চিকিৎসক অপু রানি হালদার এর সাথে কথা হয় তিনি বলেন, এর আগেও তাদের পিপি সহ বিভিন্ন সুরক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।নতুন করে তাদের আবারও সুরক্ষা উপকরণ সহায়তা করায় এ সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।একই সাথে তাদের এই সেবামুখী কাজ অব্যাহত রাখলে করোনাভাইরাস মহামারী মোকাবেলা সহ চিকিৎসা সেবায় যুগান্তকারী ভূমিকা রাখবে।