কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে মোঃ রাসেল কবিরাজ-(২৫) নামের একজন অসহায় কৃষকের বসতঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদের বাঁধা দিলে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। সরেজমিন ও পুলিশ সুত্রে জানাগেছে,উপজেলার কাজী বাকাইএলাকার পশ্চিম মাইজ পাড়া গ্রামের কালাম কবিরাজের কৃষক ছেলে রাসেল কবিরাজের বসতঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন আসে। এতে বাঁধা প্রদান করেন একই বাড়ির প্রভাবশালী আজিত মাতুব্বর। এময় এ বিদ্যুৎ সংযোগের বিষয় নিয়ে উভয় পক্ষের মাঝে প্রথমে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় আজিত মাতুব্বরের নেতৃত্বে মিঠুনসহ ৫/৭জন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অসহায় কৃষক রাসেল কবিরাজের বসত ঘরে হামলা চালায়। তাদের বাঁধা দিলে রাফিজা বেগম-(৫০) , নাসরিন-(২০), আকলিমা-(২৫), রিফাত-(১৮), হারুন, শহিদ সরদার, রাসেল, রাজিয়া বেগম, ইতি আক্তার, লিলি, মিঠুনসহ কমপক্ষে ১৫জন আহত হন। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তিসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ভূক্তভোগী রাসেল কবিরাজ বলেন, আমার ঘরে মিটার লাগাতে গেলে তাতে বাঁধা প্রদান করে আজিত মাতুব্বর। পরে এ বিষয় নিয়ে কথার কাটা-কাটির একপর্যায় তার লোক জন নিয়ে আমার বাড়িঘড়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এবং আমাদের পিটিয়ে আহত করে। এ বিষয় অভিযুক্ত আজিত মাতুব্বর বলেন, আমার জায়গার উপর দিয়ে তাদের মিটার লাগাতে দিবনা। কারন তাদের সাথে আমার জমি-জমা নিয়ে বিরোধ আছে। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।