স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বেলা ১১ টায কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কুমিল্লা – সিলেট মহাসড়কের পাশে দেবপুর বাজারের রহমানিয়া সুপার মার্কেটের ২য় তলায় আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা অনানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফা ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড এজেন্ট ব্যাংক আলহাজ্ব আবেদ আহাম্মদ খাঁন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দেবপুর বাজার শাখার এজেন্ট মোঃ মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্হাাপক ও ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ নি’মাতুল্লাহ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার ওয়াহেদপুর এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্হাপক হাজী মুহাম্মাদ শাহ আলম খাঁন। আরো বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান কবির, প্রধান শিক্ষক মোঃফারুকুল ইসলাম সুমন, জসিম উদ্দিন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী দুলু মিয়া মোল্লা,. মোঃ আনোয়ারুল আজিম মাষ্টার, লুতফুর রহমান মেম্বার, ব্যাংক সহকারী মোঃ রেজাউল করিম জুয়েল। ফিতা কেটে ব্যাংকের শাখার উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাজী মোঃ শাহ আলম খাঁন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগের ধারা ভাষ্যকার মোঃ সামসুল হক সানি।