উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবী নিয়ে প্রেমিকার অনশন চলছে মঙ্গলবার(২৮জুলাই)বিকেল থেকে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলিদহ মধ্যেপাড়া গ্রামের প্রেমিক রাজু আহম্মেদ(২৮) এর বাড়িতে প্রেমিকা লুবনা বিয়ের দাবী নিয়ে করোনাকে উপেক্ষা করে বসে আছে।রাজুর সাথে তার বিয়ের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ঐ বাড়িতেই অনশন অবস্থায় থাকবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে সে। রাজু আহম্মেদ অলিদহ মধ্যেপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।লুবনা খাতুন সলঙ্গা ইউনিয়নের সলঙ্গা মধ্যেপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার এতিম মেয়ে ও সিরাজগঞ্জ সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এ দিকে প্রেমিকা লুবনা প্রেমিক রাজুর বাড়িতে উঠে বিয়ে পরিয়ে দেয়ার কথা গারজিয়ান পক্ষের কাছে বলে। এর পর থেকে প্রেমিক রাজুর অভিভাবক পক্ষের লোকজন আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে লুবনা খাতুন গণমাধ্যমকে জানিয়েছে দীর্ঘদিন হলো রাজুুর সাথে আমার প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সম্পর্কের দূর্বলতার সুযোগে একাধি জায়গায় নিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে।আমি গোপন সূত্রে জানতে পারি রাজুর তার মামাতো বোনকে বিয়ের করছে। তখম আমি কৌশলে বিয়ের করার চাপ প্রয়োগ করি। এতে তার আচারন সান্দিহানিক মনে হলে বর্ষা ও করোনাকে উপেক্ষা করে মঙ্গবার বিকেলে রাজুর বাড়িতে উঠে পরেছি। বিয়ে না হলে আত্মহত্যার কথা ভাবছে বলে উপস্থিত জনতাকে জানায়। বিয়ে না হলে মৃত্যু ছাড়া আর কোন থাকবে না ছাপ জানিয়েছে সে। এতে প্রতিবেশিরা আতঙ্কিত বোধ করছে।
এ ঘটনা নিশ্চিত করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, জানান এতিম লুবনা নামের মেয়েটি বেশ ক’দিন আগে আমার কাছে এসে ঘটনা খুলে বলে। তার কথার প্রেক্ষিতে রাজুর সাথে ফোনে কথা হলে পরিচিতর কথা স্বীকার করেছে কিন্তু বিয়ে করার বিষয় অস্বীকার করে। তার বাবা আব্দুল আজিজ ঠিকাদারি কাজে ব্যস্ত থাকায় ফোনে আপোষ নিষ্পত্তির কথা হয় ঈদের মধ্যে বাড়িতে আসার পর। এর মধ্যে ছেলের মামা টাকা পয়সা দিয়ে আপোষের কথা বল্লে মেয়ে রাজি হয় না। গতকাল মঙ্গলবার বিকেলে জানতে পরলাম মেয়েটি রাজুর বাড়িতে উঠে পরেছে এবং বিয়ে না হওয়া পর্যন্ত অনশনে থাকবে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।