আতাউর রহমান।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন এর মা ৩ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুমার পরিবার সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই শুক্রবার সকালে তিনি না-ফেরার দেশে চলে যান। পরে একইদিন সন্ধ্যায় কুমিল্লায় জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।