কালজয়ী ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুরুচিপূর্ণ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে গোলাম মোক্তাদির (২৩)কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ৩ জুলাই দুপুর একটার দিকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সাইবার ক্রাইম টীম চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুরুচিপূর্ণ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে গোলাম মোক্তাদির (২৩)কে গ্রেফতার করেন।
জানা গেছে, গত ৬ মাস পূর্বে চট্টগ্রামের জিইসি মোড় সংলগ্ন একটি কন্সট্রাকশন ফার্মে চাকুরীসূত্রে গ্রেফতারকৃত আসামী গোলাম মোক্তাদির চট্টগ্রামে আসে। পরবর্তীতে সে নিজস্ব মোবাইলের মাধ্যমে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে গোপনে নগরীর জিইসি, বাওয়া স্কুল, সেন্ট্রাল প্লাজা, সী বীচ সহ নগরীর বিভিন্ন এলাকায় চলাচলরত মহিলাদের কুরুচিপূর্ণ ভিডিও ধারণ করে এবং তা ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ ক্যাপশন সহ আপলোড করে।
গোলাম মোক্তাদিরের এই ধরনের কার্যক্রমের প্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সাইবার ক্রাইম টীম চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকা থেকে গোলাম মোক্তাদির (২৩)কে গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এই সময় তার কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ও পেনড্রাইভ এরকম শতাধিক ভিডিও সহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।