মোঃ আব্দুল বাশির: সরকারি গাড়ির অপব্যবহার ও ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে নিষেধাজ্ঞা রয়েছে মন্ত্রণালয়ের। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি গাড়ি আনন্দ ভ্রমনের জন্য বেছে নিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ।
গত ১ জুলাই বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুস সাত্তার পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণে রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছেন। এতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের গাড়িতে প্লাস্টিকের চেয়ারে বসিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেড়িয়েছেন। রহনপুর পৌরসভার খোয়াড়মোড় এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের গাড়িতে বউ-বাচ্চা নিয়ে ঘুরতে দেখে আমরা অবাক হয়েছি। কয়েকজন ছবিও তুলেছে।
নাম প্রকাশ না করা শর্তে এক ভ্যানচালক বলেন, জরুরী সেবা দানকারী প্রতিষ্ঠানের সরকারি গাড়িতে বাড়ির লোকজন নিয়ে ঘুরলে, সরকারি গাড়ি ও গণপরিবহনের মধ্যে কোন পার্থক্য থাকবে না। তিনি আরো জানান, গাড়িতে কে কে বসে ছিলো জানি না, তবে চেয়ারে করে দুইজন মেয়েকে গাড়িতে বসে থাকতে দেখেছি।
সরকারি গাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরির কথা স্বীকার করে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আব্দুর সাত্তার জানান, আমার ভুল হয়েছে সরকারি গাড়ি ব্যবহার করা। এমন ভুল আর হবে না এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করবো না।