বার্তা প্রধান :: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ১ জুলাই দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক সফল রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বর্তায় মুজিবুল হক এমপি বলেন, বিশিষ্ট শিল্পপতি জনাব লতিফুর রহমানের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আক্রান্ত
৫৩০,৮৯০