মাহাবুব হাসান মারুফ: নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান মো.রেজাউল করিমের লোকজন উপজেলার একডালা ইউনিয়নের মধ্যে থাকা সড়কের দু’পাশের গাছ কেঁটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বন বিভাগের নির্মিত এ সড়কের দু’পাশে সারি করে শিশু গাছ লাগানো হয়। কিন্তু সোমবার (২৯শে জুন) একডালা ইউনিয়নের দুধিয়া হতে চয়নের মোড় পর্যন্ত সড়কের দু’পাশের ৭টি শিশু গাছ কেটে নিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে।
এ বিষয়ে মোবাইলফোনে যোগাযোগ করা হলে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আমার ইউনিয়নের গাছ আমি কাটলে টেন্ডার লাগবে কেন। গাছ গুলো পড়েছিল তাই কেটে নেয়া হয়েছে । টেন্ডার ছাড়া কেন গাছ কাঁটার বিষয়ে জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি জানার পর বন বিভাগের লোক পাঠিয়ে গাছ গুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।