প্রায় অর্ধ শত বছর এভাবেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের সোনাই শেখ।আপন বলতে তার নেই তেমন কেউ।তিনি এভাবেই অযত্ন আর অবহেলায় পড়ে আছেন একটি ভাঙা কুড়েঘরে।তার বাবা,মা,স্ত্রী,সন্তান,কেউ নেই।তিনি বিছানা থেকে উঠতে পারেন না হাটতেও পারেন না।
এভাবেই ৪০ থেকে ৪৫ বছর বিছানায় শুয়ে খেয়ে না খেয়ে কোন মতে দিন পার করছেন এই সোনাই শেখ।সরকার থেকে তাকে কোন অনুদান,প্রতিবন্ধী ভাতা না দেওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন,এখন আমি মরতে পারলেই বাচি আমার আর সরকারের কাছে কোন কিছু চাওয়ার নেই।তিনি আরও বলেন,তার কোন ভোটার আইডি কার্ড নেই তাই তিনি সরকারী কোন সাহায্য সহযোগীতা পাননি।
আপন বলতে আছেন এক ছোট ভাই,তাদেরও সংসার চলে টানাপোড়ানের মধ্য দিয়ে।অর্থের অভাবে দুবেলা খাবার উন্নত চিকিৎসা বা ঠিকমত ওষুধ কোনটাই সোনাই শেখের কপালে জোটে না।অবাক দৃষ্টিতে সারাদিন পড়ে থাকে ছোট্ট একটি কুঁড়েঘরে।হঠাৎ কেই তাকে দেখতে গেলে সে নিরবে কান্নায় ভেঙে পড়েন।সমাজের বিত্তবানদের প্রতি সাহায্য কামনা করেন,প্রবীন এই অসুস্থ মানুষটি।সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি ।