সোহাগ হোসেন: পটুয়াখালীর দুমকিতে শশুরের হাতে পুত্রবধু জখম হয়েছে। গত ২৩ জুন রোজ সোমবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে দক্ষিণ চরবয়ড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের ঘটনাটি ঘটে। তিন সন্তানের জননী মোসা: হনুফা বেগম (২২), শ^শুর মো: সোবাহান হাং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। মোসা: হনুফা বেগম এর ডাক চিতকারে স্থানীয় জনগন এসে মাথায় গুরুতর জখম অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
স্থানীয় জনগন বলেন, মো: সোবাহান এর আগেও এ রকম ঘটনা ঘটিয়েছে তার মেজও ছেলের পুত্রবধূ সাথে। তখন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্র্গ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং এ রকম কাজ আর করবে না বলে আস্বাস দেন। কিন্তু তার পর ও হনুফা বেগম পুত্রবধূর মাথা ফাটিয়ে দিয়েছে।
দুমকি থানার তদন্ত কর্মকর্তা এ এস আই রমিজ উদ্দিন বলেন, মোসা: হনুফা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত স্বপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।