মাজহারুল ইসলাম রানা: ময়মনসিংহের নান্দাইলে তথ্য প্রতারণার অভিযোগে ৪ প্রতারককে ১ মাস করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত৷ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন।
জানা গেছে,সোমবার কয়েক জন যুবক মিলে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সরকারি ত্রাণ বিতরণের তালিকা প্রস্তুতির নাম করে গ্রামের সহজ সরল সাধারণ অশিক্ষিত নারী পুরুষের কাছ থেকে ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে আসছিল । ইলেকট্রনিকস ডিভাইস দিয়ে ফিঙ্গার ফিন্টও সংগ্রহ করছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন। তখন এলাকায় গিয়ে ৪ জনকে আটক করে প্রত্যেককে ১ মাস করে সাজা প্রদান করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। সাজাপ্রাপ্তরা হলেন নান্দাইল উপজেলার মরোকলা গ্রামের আঃ জাব্বাবের পুত্র সোহাগ মিয়া (২৫)। সুনামগঞ্জের সাললা উপজেলার সোনাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র মহসিন মিয়া (৩২)। অপর দুই জন সুনামগঞ্জ জেলার ধিরাই উপজেলার সন্তোষপুর গ্রামের আক্কাস আলীর পুত্র শাহীন মিয়া (২৮) ও কাজল মিয়ার পুত্র রুহুল আমীন (৩৫)।
বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন।
তিনি আরো বলেন, দূর্যোগকালীন সময়ে মানুষের সাথে তাদের এমন প্রতারণা মারাত্মক প্রতারণার সামিল। তাই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।