র্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামে ২৪ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।ধৃত দুই মাদক ব্যবসায়ীরা হলো-শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দের নগর মাইজপাড়া গ্রামের রওশেদ আলীর ছেলে মোঃ খোরশেদ আলম (৩৭) ও নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের জুলফিকার আলী ভূট্টু এর ছেলে মোঃ আঃ আজিজ (৩২)।
র্যাব সূত্রে জানা গেছে,র্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া বারোমারী মিশন মোড় সংলগ্ন শ্যামল চিসিমের চায়ের দোকানের সম্মুখ পাঁকা সড়কের উপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালায়।এসময় মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম ও মোঃ আঃ আজিজকে আটক করে।পরে তাদের কাছ থেকে ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।এদিকে র্যাব-১৪ সিপিসি-১,জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন,ধৃত মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম ও মোঃ আঃ আজিজ এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা বিভিন্নস্থান থেকে মদ ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসা ও পাচার করে আসছিল।এব্যাপারে ধৃত মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম ও মোঃ আঃ আজিজকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।