মোহাম্মদ সুজন: বাসাইল উপজেলা পরিষদের সর্ব প্রথম চেয়ারম্যান (সাবেক) মাহমুদ হোসেন আলমাজেদী শীষ মিয়া (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আজ শনিবার (২০ জুন) সকাল ১১টায় রাজধানীর মালিবাগের প্রশান্তী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত শীষ মিয়ার ছোট ছেলে তানভীর হাসান আলমাজিদী জানান, ১লা জুন হার্টের সমস্যা জনিত কারনে তাকে রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তাকে করোনা টেষ্ট করানো হয় এবং তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সম্প্রতি আব্বার হার্টের সমস্যা আরো বেড়ে গেলে শনিবার সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য, মৃত শীষ মিয়া বাসাইল উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দ্বায়ীত্ব পালন করেছেন তার মৃত্যুতে বাসাইলে শোকের ছায়া নেমে এসেছে।